"আপনি যদি সমাজের জন্য, মানুষের জন্য কিছু ভালো করতে চান—আল্লাহ আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না।"
এই বিশ্বাস নিয়ে শুরু হয়েছিলো তিনজন স্বপ্নবাজ যুবকের যাত্রা—আজিজুল হাকিম, মারুফ রহমান এবং ফাহাদ আহমেদ। সাত বছর আগে তারা প্রবেশ করেছিলেন বাংলাদেশের ডিজিটাল জগতে, একে একে গড়ে তুলেছেন দক্ষতা, অভিজ্ঞতা, আর মূল্যবোধে গড়া একটি ভিন্নধর্মী ভিশন। তারা জানতেন, একা অনেক কিছু করা যায়, কিন্তু সবকিছু না। তাই যখন তিনজনের চিন্তা, লক্ষ্য আর মূল্যবোধ একসাথে মিলল, তখনই জন্ম নিলো Brand Master JR (BMJR)—একটি স্বপ্ন, একটি মিশন, একটি কমিউনিটি।
এই অনলাইন জগতে যেখানে স্ক্যামিং, হাইপ আর ফেক প্রমিস ছড়ানো, সেখানে তারা বেছে নিয়েছিলেন একেবারে ভিন্ন পথ—কোয়ালিটি, ট্রান্সপারেন্সি এবং গুড লার্নিং ইকোসিস্টেম তৈরি করা। রাতের পর রাত মিটিং, প্ল্যানিং আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা চেষ্টা করেছেন মানুষকে সঠিকভাবে শেখাতে, বোঝাতে এবং উন্নত হতে সহায়তা করতে।
Brand Master JR-এর যাত্রা শুরু হয় এই বিশ্বাস নিয়ে—“মানুষ যদি সত্যিকারের স্কিল ও মানসিকতা নিয়ে বেড়ে ওঠে, তাহলে দেশও এগিয়ে যাবে।”
সেই লক্ষ্যেই গঠিত হয় আমাদের ফেসবুক কমিউনিটি “কন্টেন্ট মার্কেটিং এর ক্যাচাল”, যেখানে আজ ৫০,০০০+ মানুষ যুক্ত আছেন। আমরা কাজ করছি ওয়ার্কশপ, কনসাল্টেন্সি, ফ্রি ক্লাস, ব্লগপোস্টসহ নানা মাধ্যমে—বিজনেস, পার্সোনাল ব্র্যান্ডিং, গ্রোথ মাইন্ডসেট ও লাইফ স্ট্র্যাটেজি নিয়ে।
BMJR-এর দুইজন মেন্টর সম্প্রতি লিখেছেন একটি লাইফ-চেঞ্জিং ইবুক—যা একজন স্কিল লার্নারের বিজনেস, পার্সোনাল লাইফ ও মানসিক গ্রোথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
🤝 চলুন, একসাথে গড়ে তুলি এক সম্ভাবনাময় ভবিষ্যৎ।
We believe in connecting. Because no matter what you do in life, you have to make connections first. So let's all say together- "Connection Up"
To empower individuals with the skills, mindset, and tools to build impactful, independent brands — unlocking their potential, uplifting communities, and shaping the future of entrepreneurship in the digital age
এ দিনেই তৈরি হয় ফেসবুকে বিজনেসের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রুপ — কন্টেন্ট মার্কেটিং এর ক্যাচাল!
আমাদের হাত ধরে শুরু হওয়া এই গ্রুপ বর্তমানে ৫০,০০০+ মানুষের আস্থার জায়গায় পরিনত হয়েছে।
ফেসবুকে বিজনেস গ্রুপ মানেই যেখানে স্ক্যাম আর ফ্রডের ছড়াছড়ি, সেখানে আমরাই ব্যতিক্রম!
বিজনেস স্কিলস, ব্র্যান্ডিং, পার্সোনাল গ্রোথ, টিম বিল্ডিং, কোয়ালিটি সাপোর্ট এবং পজিটিভ পরিবেশ তৈরিতে ফেসবুকে ১ নং অবস্থানে আছে আপনাদের প্রিয় — কন্টেন্ট মার্কেটিং এর ক্যাচাল কমিউনিটি।
এটি শুধুমাত্র সাধারণ আর দশটি গ্রুপের মত নয়, এটি প্রতিটি উদ্দোক্তার জন্য ফ্রি গোল্ডমাইন।